মোহাম্মদ নজরুল ইসলাম
                                    
									
										সুপার
							    
                                    
                                        প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দ,
চর সাহাবাড়ী কারামতিয়া দাখিল মাদ্রাসা গত ছয় দশক ধরে ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদেরকে দ্বীনদার মুসলিম ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, "ইলম অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরজ" (হাদিস)। এই মহান ব্রত নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলছি।
আমাদের বিশেষত্ব:
কুরআন শরীফ: নিয়মিত তেলাওয়াত ও হিফজ শ্রেণীর ব্যবস্থা
আধুনিক শিক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ জোর
নৈতিক শিক্ষা: ইসলামী আদব-কায়দা ও আখলাক চর্চা
সহশিক্ষা: বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামী সম্মেলন
শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান:
"তোমরা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করো না, বরং এমন জ্ঞান অর্জন করো যা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল করবে।"
অভিভাবকদের প্রতি অনুরোধ:
আপনাদের সন্তানদের শিক্ষা-দীক্ষা ও চরিত্র গঠনে আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করুন। মাদ্রাসার উন্নয়নে আপনার সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।
আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।